আগের অর্থবছরের ৩১টি থেকে বেড়ে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ৪৬ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ২ কোম্পানির পরিচালনা পর্ষদ সাধারন শেয়ারহোল্ডারদের থেকে কম হারে নগদ লভ্যাংশ নেবেন। অথচ কোম্পানিগুলোতে উদ্যোক্তা/পরিচালকদের বড় বিনিয়োগ রয়েছে। এমনকি অনেকগুলো কোম্পানির আর্থিক হিসাব অনুযায়ি পরিচালকদের নগদ লভ্যাংশ নেওয়ার সক্ষমতা রয়েছে।
উদ্যোক্তা/পরিচালকদের এই ছাড় দেওয়ার পেছনে অন্য কারণ দেখছেন সাধারন বিনিয়োগকারীরা। তাদের মতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে উদ্যোক্তা/পরিচালকেরা বিভিন্নভাবে সুবিধা নেন। তারা নিজেদের বাসার জন্য বাজার, কাজের বুয়ার বেতনসহ বিভিন্ন সুবিধা নিয়ে থাকেন। যে কারনে নগদ লভ্যাংশ ছাড় দিতে তাদের খুব একটা অসুবিধা হয় না। যারা একদিক দিয়ে ছাড় দিলেও অন্যদিক দিয়ে ঠিকই আদায় করে নেয়।
দেখা গেছে, গত ৩০ জুন থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে লভ্যাংশ সংক্রান্ত সভা করা কোম্পানিগুলোর মধ্যে ৪৬টির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যে কোম্পানিগুলো থেকে ১৬৫ কোটি ৫৪ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরন করা হবে। অথচ কোম্পানিগুলোর নিট মুনাফা হয়েছে ৩৯২ কোটি ৩৯ লাখ টাকা।
বর্তমানে নগদ লভ্যাংশ প্রদানের কড়াকড়ি থাকায় অনেক কোম্পানির জন্য সমস্যা হয়ে দাড়িঁয়েছে। কৃত্রিম মুনাফা দেখিয়ে বোনাস দেওয়া সম্ভব হলেও নগদের ক্ষেত্রে তা হয় না। যা অনেকের জন্য সমস্যার কারন হয়ে দাড়িঁয়েছে। এছাড়া করোনার কারনে সব কোম্পানির নগদ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই। যে কারনে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেওয়া হচ্ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, সক্ষমতা না থাকায় গত বছরের ন্যায় এবারও অনেক কোম্পানির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এটাও করত না, যদি নগদ লভ্যাংশ প্রদানে বাধ্যবাধকতা না থাকত। শুধুমাত্র বোনাস শেয়ার দিয়েই ক্যাটাগরি ধরে রাখার চেষ্টা করত।
আরও পড়ুন…….
‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ৩৮ কোম্পানির : লোকসান ১৩৬২ কোটি টাকা
নয় কোম্পানির ৪১৮ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শুধুমাত্র বোনাস ঘোষণা
বিএসইসির কঠোর অবস্থানের মধ্যেই অর্থ তুলে নিল গোজাঁমিলের একমি পেস্টিসাইডস
দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ৪৬ কোম্পানির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১১ কোম্পানির পর্ষদ বোনাস শেয়ারও ঘোষণা করেছে। উদ্যোক্তা/পরিচালকেরা ওই ৪৬ কোম্পানির নগদ লভ্যাংশ না নিলেও সবাই বোনাস শেয়ার নেবেন।
এ বিষয়ে প্যাসিফিক ডেনিমসের সচিব মো. সোরহাব আলী বিজনেস আওয়ারকে বলেন, করোনার কারনে অনেক কোম্পানির ব্যবসায় মন্দা ও নগদ অর্থের সংকটে রয়েছে। প্যাসিফিক ডেনিমসও এ তালিকায় রয়েছে। যে কারনে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করতে হয়েছে। এর বাহিরে কিছু না। এখন কেউ যদি বলে সাধারন বিনিয়োগকারীদের স্বার্থে এমনটি করা হয়েছে, সেটা ভুল হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কোম্পানির সচিব বিজনেস আওয়ারকে বলেন, অনেকে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত। যে কারনে তারা অনেক সময় বাস্তব অবস্থার চেয়ে বেশি করে মুনাফা দেখায়। এর ফলে আর্থিক হিসাব অনুযায়ি সক্ষমতা থাকলেও বাস্তবে না থাকায় সবাইকে নগদ লভ্যাংশ দিতে পারে না। তখন শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের দেয়।
নিম্নে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম | লভ্যাংশের হার | নগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়) | বোনাস শেয়ারের সংখ্যা | নিট মুনাফা/লোকসান |
*ইনডেক্স অ্যাগ্রো | ২৫% নগদ | ২.০৬ | ২৩.২৬ | |
*আমান ফিড | ১৫% নগদ | ৭.২২ | ৩৩.১৪ | |
*খুলনা পাওয়ার | ১২.৫০% নগদ | ১৪.৯১ | ৩৪.৫৭ | |
*আমান কটন | ১১% নগদ | ৩.০৮ | ১২.৬০ | |
*ভিএফএস থ্রেড | ১১% নগদ | ৮.০৪ | ১৫.৮৩ | |
*সিলকো ফার্মা | ১০% নগদ | ৬.৩৫ | ৮.৫১ | |
*ইজেনারেশন | ১০% নগদ | ৪.৬৬ | ১০.৫৩ | |
*ইউনিক হোটেল | ১০% নগদ | ১৫.৯৬ | (৯.৭২) | |
*মুন্নু এগ্রো | ১০% নগদ | ০.১৬ | ০.৪২ | |
*মুন্নু সিরামিক | ১০% নগদ | ১.৬০ | ৩.৪০ | |
*সামিট অ্যালায়েন্স পোর্ট | ১০% নগদ | ৮.৮৪ | ১৮.৭১ | |
*আলিফ ইন্ডাস্ট্রিজ | ১৫% নগদ (২ বছরের) | ৬.৬৪ | ১০.৯৩ (২ বছরের) | |
*কাট্টলি টেক্সটাইল | ১০% নগদ | ৮.১০ | ৬.০৫ | |
*সাফকো স্পিনিং | ৫% নগদ | ১.০৫ | ০.৬৯ | |
*জিকিউ বলপেন | ৫% নগদ | ০.২৬ | (৬.৭৫) | |
*হামিদ ফেব্রিক্স | ৫% নগদ | ২.২১ | (১৬.০২) | |
*সিলভা ফার্মা | ৫% নগদ | ৪.৭৫ | ১২.০১ | |
*দেশবন্ধু পলিমার | ৫% নগদ | ২.০৪ | ১.২৩ | |
*জেমিনি সী ফুড | ৫% নগদ | ০.১৬ | ০.৩৪ | |
*গ্লোবাল হেভী কেমিক্যাল | ৫% নগদ | ১.১১ | ২.৪৫ | |
*এসকে ট্রিমস | ৫% নগদ | ২.৯১ | ৯.৬৬ | |
*বিডি অটোকারস | ৪% নগদ | ০.১২ | ০.১৬ | |
*মোজাফ্ফর হোসাইন | ৩% নগদ | ১.৮৩ | ৫.২৫ | |
*গোল্ডেন সন | ২.৭৫% নগদ | ২.৮৮ | ৫.১৫ | |
*বেঙ্গল উইন্ডসোর | ২.৫% নগদ (অন্তর্বর্তী ছাড়া) | ১.০৭ | ৪.৫৭ | |
*আনলিমা ইয়ার্ন | ২% নগদ | ০.১৯ | ০.০৯ | |
*বিডি থাই | ২% নগদ | ১.৭৮ | ১৫.৯৭ | |
*আলিফ ম্যানুফ্যাকচারিং | ৩.৫% নগদ (২ বছরের) | ৬.৩৩ | ২৩.৯১ (২ বছরের) | |
*অলিম্পিক এক্সেসরিজ | ১% নগদ | ১.২৬ | (৫.৫৯) | |
*লিগ্যাছি ফুটওয়্যার | ১% নগদ | ০.০৯ | ০.৫১ | |
*রহিমা ফুড | ১% নগদ | ০.১১ | ০.১৪ | |
*হাক্কানি পাল্প | ১% নগদ | ০.১০ | (২.৪৩) | |
*এএফসি অ্যাগ্রো | ০.৫০% নগদ | ০.৪০ | ১.৭৩ | |
*একটিভ ফাইন | ০.৫০% নগদ | ১.০৬ | ৩.৮৪ | |
*সমতা লেদার | ০.৫০% নগদ | ০.০৩ | ০.১০ | |
*ইন্দোবাংলা ফার্মা | ৪% নগদ ও ৩% বোনাস | ২.৫৬ | ৩৪১২১১৪ | ১৩.৪২ |
*প্যারামাউন্ট টেক্সটাইল | ২০% নগদ ও ৫% বোনাস | ১২.১১ | ৭৭৫৩৯৭৮ | ৬৬.২২ |
*ডরিন পাওয়ার | ১৩% নগদ ও ১২% বোনাস | ৬.২৭ | ১৭৩২৬৪২৬ | ১১৬.৮১ |
*কুইন সাউথ টেক্সটাইল | ১০% নগদ ও ১০% বোনাস | ৬.১২ | ১৩০৮৭৬০২ | ১৬.৩৬ |
*এসোসিয়েট অক্সিজেন | ৫% নগদ ও ৭% বোনাস | ৩.৫৬ | ৭১৮২০০০ | ২১.৫১ |
*আফতাব অটোমোবাইলস | ৫% নগদ ও ৫% বোনাস | ৩.৩৫ | ৪৭৮৬৬২১ | ৮.১৪ |
*নাভানা সিএনজি | ৫% নগদ ও ৫% বোনাস | ১.৯৭ | ৩৪২৬৪৩০ | ৫.৪০ |
*ডমিনেজ স্টিল | ৫% নগদ ও ৫% বোনাস | ৩.৫৮ | ৫১৩০০০০ | ১০.৬৯ |
*ইন্ট্রাকো রিফুয়েলিং | ২% নগদ ও ৮% বোনাস | ১.২৬ | ৭২৭৬৫০০ | ৭.৩৭ |
*এসএস স্টিল | ২% নগদ ও ৮% বোনাস | ৪.১৫ | ২৪৩৪৩২০০ | ৭০.২৯ |
*প্যাসিফিক ডেনিমস | ১% নগদ ও ১% বোনাস | ১.২৫ | ১৮১৭৩২৮ | ৪.০০ |
মোট | ১৬৫.৫৪ কোটি টাকা | ৯৫৫৪২১৯৯টি | ৩৯২.৩৯ কোটি টাকা |
এদিকে ২ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় সাধারন শেয়ারহোল্ডারদের থেকে কম হারে নগদ লভ্যাংশ নেবে। এরমধ্যে ওয়ালটন হাইটেক এর পরিচালনা পর্ষদ সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২৫০% নগদ লভ্যাংশ ঘোষণা করলেও নিজেরা নেবে ১৭০% হারে। আর দেশ গার্মেন্টসের সাধারন শেয়ারহোল্ডারদের ৫% দেওয়া হলেও উদ্যোক্তা/পরিাচলকেরা ৩% হারে নেবেন।
কোম্পানির নাম | লভ্যাংশের হার | নগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়) | বোনাস শেয়ারের পরিমাণ | নিট মুনাফা (কোটি টাকা) |
*ওয়ালটন হাই-টেক | ২৫০% নগদ (উ/প ১৭০%) | ৫১৭.৩২ | ০০ | ১৬৩৯.২০ |
*দেশ গার্মেন্টস | ৫% নগদ ও (৩% উ/প:) | ০.২৯ | ০০ | ০.৩০ |
বিজনেস আওয়ার/২৫ নভেম্বর, ২০২১/আরএ
2 thoughts on “শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ৪৬ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা”